কলকাতা ব্যুরো: অনেক টালবাহানার পর বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। জেরা শেষের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার তলব করলো সিবিআই। নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁকে আগামী সপ্তাহে ফের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে।

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। একাধিকবার তলবের পর তিনি আজ হাজিরা দেন সিবিআইয়ের কাছে। সকাল ১০ টা নাগাদ তিনি নিজাম প্যালেসে যান। ঘণ্টা চারেক জেরার পর তাঁকে এদিনের মতো ছেড়ে দেওয়া হয়। কিন্তু আবার তাঁকে নোটিস দেওয়া হয় হাজিরা দেওয়ার জন্য।

সিবিআই সূত্রে খবর, এবার অনুব্রতর রোজগার নিয়ে তথ্য সংগ্রহ করা হবে। দেখা হবে অনুব্রতর কোনও ব্যবসা আছে কি না? থাকলে সেখান থেকে তিনি কত উপার্জন করেন। গরু পাচারের টাকা তিনি পেয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখতে চায় সিবিআই।

সেই কারণে আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে অনুব্রতকে। সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে অনুব্রতর যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

Share.
Leave A Reply

Exit mobile version