এক নজরে

#SSCRecruitment: এসএসসি দুর্নীতি মামলায় এফআইআর দায়ের সিবিআইয়ের

By admin

April 06, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি নিয়োগে বেনিয়ম মামলায় এফআইআর দায়ের করলো সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে তারা। পাশাপাশি বুধবার এই মামলার পক্ষ হিসেবে যোগ করা হয়েছে তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে। আজ সন্ধের মধ্যেই তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। মামলার শুনানি আপাতত ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হলো।

বিচারপতির নির্দেশ, আজই সন্ধে ৬ টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে সমরজিৎ আচার্যকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই প্রয়োজন মনে করলে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিন আদালতে শান্তিপ্রসাদ সিনহা তাঁর আইনজীবী মারফত জানান, আমাকে যখন ডাকবে আমি তখনই যাব। পুলিশকে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আমি সবরকম সহযোগিতা করব।
এরপরই পুলিশের উদ্দেশে আদালতের নির্দেশ, শান্তিপ্রসাদ সিনহাকে নিজাম প্যালেসে হাজির করানোর জন্য সার্ভে পার্ক থানার কোনও পদক্ষেপ করার দরকার নেই। এদিকে আজকে সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হয়ে সিবিআই জেরার সম্মুখীন হতে হবে উপদেষ্টা কমিটির আরেক সদস্য অলোককুমার সরকারকে। এদিকে বুধবারই শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করে সিবিআই। সেই রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে গচ্ছিত থাকবে।

প্রসঙ্গত, ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এদিন এক নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।