এক নজরে

#SSCScam: এসএসসি অফিস থেকে উদ্ধার হার্ড ডিস্ক ও নথি

By admin

May 30, 2022

কলকাতা ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদন থেকে শনি ও রবিবার বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার করলো সিবিআই। সংস্থা সূত্রে খবর, মোট ১০ টি হার্ড ডিস্ক এবং ৬টি আলমারি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ফাইলও তাঁরা উদ্ধার করেছে। তদন্তের স্বার্থেই সিবিআই অফিসাররা সার্ভার রুম থেকে এগুলি সংগ্রহ করেন। তদন্তকারী অফিসাররা এইসব হার্ড ডিস্ক এবং নথি খতিয়ে দেখবেন। প্রয়োজন হলে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হতে পারে।

সার্ভার হ্যাকের আশঙ্কায় গত সোমবার, ২৩ মে স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদনে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় সিবিআই। বাইরে থেকে কোনও ভাবেই যাতে এই রুমের ডেটা অ্যাক্সেস না করা যায় তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সিবিআই দুটি ফাইলও উদ্ধার করে। যেখানে ২০০ জনের নাম ছিল। তবে, তাঁরা কারা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিবিআই। এর আগেই  হাইকোর্টের নির্দেশে এই ভবনের ডেটা রুম  সিল করে সিবিআই। ওই রুমের বাইরে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

নিয়োগ দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।এমনকী, আদালতের নির্দেশে ৪১ মাসের বেতনও তাঁকে দুই কিস্তিতে ফিরিয়ে দিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, অঙ্কিতা যাতে শিক্ষক হিসেবে আর পরিচয় না দেন, তাও নিশ্চিত করতে নির্দেশ  দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। একইসঙ্গে এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।