এক নজরে

নিউটাউনের অভিজাত আবাসনে হানা সিবিআইয়ের

By admin

August 31, 2022

কলকাতা ব্যুরো: নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই তল্লাশি। অভিজাত আবাসনের টাওয়ার ফাইভের 3A ফ্ল্যাটে তল্লাশি অভিযানের জন্য বুধবার সিবিআই আধিকারিকরা আসেন। বুধবার সকাল ৯টার কিছু আগে নিজাম প্যালেস থেকে তিন আধিকারিক বেরিয়ে আসেন। প্রসন্ন যোগেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রসন্ন ঘনিষ্ঠ কোনও ব্যক্তিরই ফ্ল্যাট এটি।

এই আবাসনের এন্ট্রি পয়েন্টের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলেন। আবাসনের একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়েই ভিতরে যান তদন্তকারীরা। তিন জন সিবিআই আধিকারিকদের সঙ্গে সিআরপিএফ ফোর্স রয়েছে। তাঁদের যাতে কোনওরকম বাধার মুখে পড়তে না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসেছেন আধিকারিকরা।

ফ্ল্যাটটি রৌনক কোঠারি নামে এক ব্যবসায়ীর নামে নথিবদ্ধ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তিনি আবার প্রসন্ন ঘনি বলেই সূত্রের খবর। আবাসনের এক নিরাপত্তাকর্মী বলেন, ফাইভ ফ্রি এ ফ্ল্যাট রয়েছে কিনা, সেটা জানতে চেয়েছিলেন আধিকারিকরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রসন্নর কোম্পানির আরও এক কর্মীকে ফের তলব করেছে সিবিআই। বুধবারই তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা রয়েছে। রোহিত শর্মা নামে কর্মীকে গত সোমবারও রোহিতকে তলব করেছিল সিবিআই। উত্তরে সন্তুষ্ট না হওয়ার ফের রোহিতকে তলব। সিবিআই সূত্রে খবর, শিক্ষা দফতরে প্রসন্নর কার রেন্টাল সংস্থার গাড়ি চলত। ক’টা গাড়ি চলত শিক্ষা দফতরে? কত টাকা মিলত? কার কার কাছে গাড়ি যেত? উত্তর জানতে রোহিতকে তলব।