এক নজরে

#CBIRaid: অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে হানা সিবিআইয়ের

By admin

June 17, 2022

কলকাতা ব্যুরো: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রোষের মুখে কংগ্রেস। এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, অশোক গেহলটের ব্যবসার অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই। এর আগে ১৭ মে কার্তি চিদম্বরমের সঙ্গে জড়িত সাত জায়গায় তল্লাশি চালায় সিবিআই। মুম্বই, দিল্লি, চেন্নাই-সহ দেশের সাতটি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। পি চিদম্বরম-পুত্রের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৪-র মধ্যে আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। পাশাপাশি ওইদিনই পি চিদম্বরমের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তিনদিন ধরে ম্যারাথন জেরা করেছে ইডি। তারপরে ফের কংগ্রেসকে নিশানা করায় সরব হয়েছেন দলীয় নেতৃত্ব। কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করেছেন তাঁরা। জানা গিয়েছে, যোধপুরে অগ্রসেন গেহলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সার রপ্তানি মামলায় ইতিমধ্যেই ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। দিল্লিতে ইউপিএ সরকার থাকাকালীন বেআইনিভাবে সার রপ্তানি করার অভিযোগ রয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে।

সিবিআই তল্লাশি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। টুইটারে তিনি লিখেছেন, প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না।

ইডির তরফে বলা হয়েছে, ২০০৭ ও ২০০৯ সালে বেআইনি ভাবে সার রপ্তানিতে যুক্ত ছিল অগ্রসেনের সংস্থা অনুপম কৃষি। কৃষকদের জন্য বরাদ্দ সার বিদেশে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে ইডি। ভর্তুকি দেওয়া সার বিক্রি করার জন্যই অগ্রসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিনদিন জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। আপাতত তাঁকে বিরতি দিয়েছে তদন্তকারী সংস্থা। সেই আবহেই ফের কংগ্রেসের বিরুদ্ধে সক্রিয় হয়েছে কেন্দ্র।