কলকাতা ব্যুরো: শিক্ষিকার রহস্যজনক বদলির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলের সহ শিক্ষিকা শান্তা মণ্ডলের বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলার সওয়াল-জবাব চলাকালীন তিনি ওই শিক্ষিকাকে বড় প্রভাবশালী বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, বিচারপতি তাঁকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেও তুলনা করেন। অর্পিতার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষিকার কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও জানতে চান বিচারপতি।
শান্তা মণ্ডলকে শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সহ শিক্ষিকা হিসেবে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। শুক্রবারের মধ্যে যাতে ওই স্কুলে যোগ দিতে কোনও সমস্যা না হয় সেজন্য আদালতের নির্দেশ সংক্রান্ত সমস্ত কাগজ এদিনই ওই শিক্ষিকার হাতে তুলে দিতে বিচারপতি শান্তার আইনজীবীকে নির্দেশ দেন। ওই শিক্ষিকা যদি শুক্রবার বীরপাড়ার স্কুলটিতে কাজে যোগ না দেন তবে তা তাঁর ব্রেক অফ সার্ভিস হবে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন।
শান্তা এদিন আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর প্রতিক্রিয়া, আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। তা হাতে পেলে তবেই এবিষয়ে মন্তব্য করতে পারব। এই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রসূনসুন্দর তরফদার। সিবিআই তদন্তের নির্দেশের পর তাঁর প্রতিক্রিয়া, সত্যের জয় হল। ন্যায় বিচার পেলাম।