এক নজরে

সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের খুনের ধারা প্রয়োগের সম্ভাবনা বাড়ছে

By admin

October 02, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এবার বড়োসড়ো কোন পদক্ষেপ নিতে পারে সিবিআই। সূত্রের খবর এই মামলায় ৩০২ ধারা প্রয়োগ করে সরাসরি খুনের মামলায় দাখিল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এই মামলায় সুশান্তের রুমমেট সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের রান্নার ঠাকুর নীরাজ সিংকে রাজসাক্ষী করতে পারে সিবিআই।সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এখনো পর্যন্ত সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কুপার্স হাসপাতাল ময়নাতদন্তের রিপোর্টে বহু তথ্য জানায়নি বলে অভিযোগ করেছে এইমসের ফরেনসিক টিম। ইতিমধ্যে এ ই আইএমএস থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে তদন্তকারী দের।তা নিয়েই সিবিআই এই মামলায় দ্বিতীয় পর্যায়ের তদন্ত শুরু করতে চলেছে বলে সূত্রের খবর। এরইমধ্যে সুশান্তের পরিবার এবং বিভিন্ন মাধ্যম থেকে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এমনকি মহারাষ্ট্রের শিবসেনার এক মন্ত্রীও তাচ্ছিল্যের সঙ্গে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও সিবিআই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পেশাদারিত্বের সঙ্গে তারা এই তদন্ত চালাচ্ছে। খুন বা আত্মহত্যা- সুশান্তের মৃত্যুতে কোন দিকটায় সিবিআই উড়িয়ে দিচ্ছে না। এরইমধ্যে সিবিআই খুনের মামলা রুজু করলে, তা আবার এই ঘটনায় নতুন মোড় নেবে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।