কলকাতা ব্যুরো: তাঁর ভাইকে ১৪ ঘন্টা জেরা করে ছাড়ার পর শুক্রবার সকালেই সিবিআই তলব করলো রেহা চক্রবর্তীকে। একইসঙ্গে সিদ্ধার্থ পিঠানি, নীরাজ সহ সুশান্তের আরো তিন কর্মীকে তলব করা হয়েছে। ফলে সুশান্ত মৃত্যু মামলায় আজ বড়সড় জেরার পথে সিবিআই হাঁটছে বলে ধারণা। আর এ ক্ষেত্রে অভিযুক্ত ও সাক্ষীদের মুখোমুখি বসানোর সম্ভাবনাও প্রবল। তাতেই আজ সিবিআইয়ের কোনো গ্রেপ্তারের পথে হাঁটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সুশান্ত সিং রাজপুত রহস্যমৃত্যুতে এর আগে আর্থিক নয়ছয়ের অভিযোগে রেহাকে তলব করেছিল ইডি। এবার প্রথম সিবিআইয়ের মুখোমুখি সুশান্তের বিতর্কিত বান্ধবী।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ত্রাক্রুজের ডিআরডিও গেস্ট হাউসে সিবিআই জেরার মুখে পরতে হয় সৌভিক চক্রবর্তীকে। সুশান্তের সঙ্গে ব্যবসার করার নামে টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

আবার এখন মাদক মামলা সামনে আসায় নতুন সন্দেহ উঁকি মারছে। ফলে ওষুধের নাম করে সুশান্তকে নিয়মিত মাদক দেওয়া হতো কি না সে ব্যাপারে রেহা এবং অভিনেতার কর্মী ও রাধুনিরা কি জানাচ্ছেন তার উপরেই নির্ভর করবে আজ সিবিআইয়ের গতিপ্রকৃতি।

Share.
Leave A Reply

Exit mobile version