কলকাতা ব্যুরো : প্রায় দশ ঘন্টা সি বি আই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন রিয়া চক্রবর্তী। যদিও সি বি আই থেকে বলা হয় তাকে আবার ডাকা হতে পারে। সূত্রের খবর কেনো রিয়া সুশান্ত কে ছেড়ে গেলো সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি রিয়া। সুশান্ত এর মানসিক অবস্থা নিয়েও প্রশ্নের সম্মুখীন হন রিয়া। রিয়া সি বি আই কে জানান তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয় তা সব মিথ্যা। জানা গেছে সি বি আই রিয়া কে তার সঙ্গে সুশান্তের সম্পর্ক এবং সে সুশান্তকে ড্রাগ এবং ওষুধ দিত কিনা এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে। জুন মাসের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে সুশান্তের সঙ্গে কি কথা বার্তা হয় তাও সি বি আই এর জিজ্ঞাসার তালিকায় ছিল। রিয়ার ভাই সৌভিক কেও আজ জিজ্ঞাসাবাদ করা হয়। রিয়া এবং সুশান্তের লাইফ স্টাইল কেমন ছিল এই প্রশ্ন করা হয় সৌভিককে।
এদিকে রিয়া জিজ্ঞাসাবাদের পর তাকে সাংবাদিকরা এমন ভাবে ছেঁকে ধরেন যে রিয়া বাধ্য হন সন্তাক্রুজ পুলিশ স্টেশনে যেতে। সেখানে গিয়ে রিয়া তার নিরাপত্তার অভাবের কথা বলেন। সন্ত্যাক্রুজ পুলিশ তখন রিয়াকে এসকর্ট করে তার বাড়ি পৌঁছে দেন। রিয়ার প্রথমবার সি বি আই এর মুখোমুখি হলেন। পরে তাকে আবার ডাকা হবে বলে সি বি আই সূত্রে জানা যায়।
Previous Articleসাতদিনে আলুর দাম ২৫ টাকায় বাঁধতে নির্দেশ
Next Article দিনে সংক্রমণ তিন হাজার ছুঁয়েও রাজ্যে স্থিতি
Related Posts
Add A Comment