কলকাতা ব্যুরো: আইকোর মামলায় জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। সোমবার খাদ্যভবনে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। এদিন খাদ্য ভবনে মানস ভুঁইয়ার দফতরে এসে প্রায় পৌনে ২ ঘণ্টা তাঁর সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা। বিকেল ৪টে নাগাদ খাদ্য ভবন থেকে বেরিয়ে যান তাঁরা। তবে মানসবাবুর এই বয়ান খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই।
প্রসঙ্গত আইকোর চিটফান্ড মামলায় সোমবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রীকে তলব করেছিল সিবিআই। তবে তিনি আজ হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ তাঁর বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাই আজ তাঁর পক্ষে সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব হবে না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। কিন্তু মানসবাবু সিবিআই দফতরে হাজিরা দিতে না গেলেও এদিন দুপুরেই খাদ্য ভবনে চলে আসেন সিবিআই অফিসারেরা। চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনিও হাজিরা দিতে যাননি। যদিও পরে সিবিআই তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ৷
রবিবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। ফলে ইতিমধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জলমগ্ন হয়ে পড়েছে। মানস ভুঁইয়ার সবং বিধানসভাও বাদ যায়নি ৷ বিধায়কের কথায় ওই বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই পরিস্থিতির তদারকি কাজে ব্যস্ত রয়েছেন তিনি ৷ তাছাড়া, নির্বাচনী প্রচারেও আপাতত ব্যস্ত রয়েছেন তিনি ৷ সেই কারণে আজ তিনি সকাল ১১টার সময় সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারছেন না ৷ সিবিআইকে একথা জানিয়ে দিয়েছেন তিনি।
সিবিআই সূত্রে খবর, আইকোরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া । আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও নাকি শোনা গিয়েছিল মানসের গলায় ৷ একটি চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কীভাবে তিনি এই প্রশংসা করলেন, সেটাই জানতে চায় সিবিআই ৷ সেই কারণে আজ তাঁকে তলব করা হয়েছিল ৷ কিন্তু, তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন ৷
গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই কিন্তু, তাঁর বয়স ও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে যান ৷ সেইসঙ্গে তিনি সিবিআইকে জানিয়ে দেন, প্রয়োজনে তারা তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।