কলকাতা ব্যুরো: বেআইনি কয়লা খাদান নিয়ে প্রথম এফআইআর দায়ের করল সিবিআই। শুক্রবার সিবিআই এফআইআর দায়ের করার পরেই শনিবার ভোর থেকে বাংলা, বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের অন্তত ৪৫ টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কয়লা খনির দুজন জেনারেল ম্যানেজার, একজন সিকিউরিটি অফিসার ও অনুপ মাঝি নামে এক ব্যাক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
সিবিআইয়ের দায়ের করা মামলায় ইসিএল, সি আই এস এফ, রেল অফিসার এবং বেশ কয়েকজন বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে বেআইনি কয়লা পাচারের অভিযোগ আনা হয়েছে। এদিন ভোর থেকেই তিনটি রাজ্যের পাশাপাশি এ রাজ্যের ২২ টি জায়গায় হানা দেয় সিবিআই। আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতার শেক্সপিয়ার সরণি ও সল্টলেকে হানা দেয় সিবিআই এর দল।
আগে বেআইনি কয়লা পাচার, বালি ও পাথর খাদান এর যুক্ত থাকার অভিযোগে আয়কর দপ্তর কয়েকজন প্রভাবশালীর বাড়িতে হানা দিয়েছিল। বেশ কিছু উদ্ধার করা হয়। সেই সূত্রেই এবার তদন্তে নামল সিবিআই। সরাসরি এফআইআর দায়ের করে প্রথম পদক্ষেপেই একযোগে চার রাজ্যে ৪৫ টি জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গোটা চক্রে হাজার হাজার কোটি টাকার কালোবাজারি হয়। সেই কালোবাজারিতে একদিকে সরকারি সংস্থা, নিরাপত্তা সংস্থা এবং প্রভাবশালীদের প্রত্যক্ষ মদতে কালোবাজারি চলে বলে অভিযোগ। বিধানসভা ভোটের আগে তাই বেআইনি কয়লা নিয়ে সিবিআইয়ের নতুন মামলা অন্য মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক মহল।