কলকাতা ব্যুরো: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই। তবে এখনও জেলায় জেলায় গিয়ে তদন্ত করা বাকি রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। প্রথমে বীরভূম ও পরে ব্যারাকপুরে ভোটের পর খুনের ঘটনায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। এবার খয়রাশোলে এক বিজেপি সমর্থককে খুনের ঘটনায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

অভিযোগ, গত ১২ জুন ওই বিজেপি সমর্থককে পিটিয়ে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা মোট পাঁচজনকে গ্রেফতার করেন। এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। সম্প্রতি সিবিআইয়ের সদর দফতর থেকে ডিআইজিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। সেখান থেকে একাধিক আদেশ পেয়ে ফের একবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোমর বেঁধে তদন্তে নেমেছে সিবিআই।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম চার্জশিট দাখিল করে সিবিআই। বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের ভোটের পর মৃত্যু হয়। সেই মামলায় চার্জশিট দাখিল করে সিবিআই। ইতিমধ্যেই একাধিক সাক্ষী গ্রহণ করা হয়েছে। মোট ৩৮০ পাতার চার্জশিট জমা দেয় সিবিআই। রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

এছাড়া গত ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মূলত খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে সিবিআই ও সিটকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version