কলকাতা ব্যুরো: শুক্র থেকে সোমবার চার দিনে প্রায় ৩৫ ঘন্টা তাকে জেরা করল সিবিআই। সোমবার ন’ ঘণ্টা জেরার পর রাত আটটা নাগাদ রেহা চক্রবর্তী সিবিআই অফিস থেকে বেরিয়ে যান। এদিনও তার ভাই শৌভিক চক্রবর্তীকে জেরা করে সিবিআই।
অন্যদিকে ইডি সোমবার গৌরব আরিয়াকে প্রায় ন’ঘণ্টা ধরে জেরা করে মাদক মামলায়। এর আগে রিহা চক্রবর্তী হোয়াটসঅ্যাপ এর সূত্র ধরে উঠে আসে গৌরব এর নাম। সেই সূত্রেই তাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট। ইতিমধ্যে মাদক মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আবার রিহা চক্রবর্তী কি করে মর্গে পৌছলেন সুশান্ত সিং এর মরদেহ দেখতে, সেই প্রশ্নে জর্জরিত পুলিশ -পুরসভাকে বিড়ম্বনায় ফেলে মহারাষ্ট্রের মানবাধিকার কমিশন সুয়োমোটো মামলা দায়ের করেছে। এদিন এই মামলায় রাজ্য মানবাধিকার কমিশন সমন পাঠিয়েছিল হাসপাতালে সুপার কে। কেননা ঘটনার দিন হাসপাতাল সুপার রিয়াকে সেখানে ঢুকতে অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ ছিল। যদিও আর এন কুপার মিউনিসিপাল জেনারেল হাসপাতালে ডিন ডাক্তার পিনাকীন গুজ্জা সে কথা অস্বীকার করেছেন। আবার রাজ্য মানবাধিকার কমিশন রেহা কি করে মর্গে ঢুকতে দেওয়া হলো, কে ঢুকতে দিলো সে ব্যাপারে মুম্বাই পুরসভার ও মুম্বাই পুলিশের বক্তব্য ৩১ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। এদিন গৌরব আড়িয়াকে জেরা পর আবার মঙ্গলবার তাকে ডেকেছে ইডি।