এক নজরে

Chit Fund Case: চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়

By admin

December 10, 2021

কলকাতা ব্যুরো: চিটফান্ড মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করলো সিবিআই। বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি অর্থলগ্নি মামলায় যুক্ত থাকার অপরাধে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। পুরভোটের আগে পুরপ্রশাসকের গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে।

শুক্রবার প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোল কোর্টে তোলা হয়। এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে প্রণব চট্টোপাধ্যায়ের বর্ধমান শহরের ঢলদিঘীর অফিসে সিবিআইয়ের পাঁচ সদস্যের দল তল্লাশি চালায়। সিবিআই সূত্রে খবর, সানমার্গ চিটফান্ড মামলায় গ্রেফতার প্রণব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার ট্রাস্টকে বেআইনিভাবে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

যদিও পরিবারের তরফে তাঁর চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকার দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রণববাবুর স্ত্রী রেখা চট্টোপাধ্যায় বলেছেন, সিবিআই এসেছিল। বেশ কিছু প্রশ্ন করেছে। প্রায় আধঘণ্টা ছিল। সানমার্গের তরফে বেশ কয়েকজন আমাদেরই অন্য একটি ফ্ল্যাট  ভাড়া নেয়। আমরা জানতাম ওরা টেক্সটাইলের কাজ করে। এরপর যখন রিয়েল এস্টেটের কাজ শুরু করলো ততদিনে ওরা ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। এর বেশি আমরা আর কিছুই জানি না।

মাত্র মাসখানেক আগেই পাঁচ সদস্যের কমিটি নিয়ে গঠিত হয় বর্ধমান পুরসভার নতুন প্রশাসক মণ্ডলী। নতুন প্রশাসক হন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়। বর্ধমান পুরসভার পুরপতি হিসেবে দীর্ঘসময় দায়িত্বে ছিলেন তিনি। প্রণব পুরপ্রশাসকের দায়িত্ব পাওয়ার পর ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তের জন্য একাধিকবার পুরসভায় এসেছিলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সেইসময়, প্রণববাবুকে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। যদিও, সেই ঘটনায় প্রণববাবু স্পষ্টই নিজের যুক্ত থাকার কথা অস্বীকার করেছিলেন।