কলকাতা ব্যুরো: মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গেলেন সিবিআইয়েএর কয়েকজন আধিকারিক ৷ রবিবার ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই ৷ ঘটনার তদন্তভার নেওয়ার পর মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে মোট ১২ জনের একটি তালিকা তৈরি করেন সিবিআই গোয়েন্দারা। তাদের নামে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন সিবিআইয়ের আধিকারিকরা।

ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার গ্রহণ করে প্রথমেই মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু প্রভাবশালী এবং এলাকার সমাজবিরোধীদের নাম পান তাঁরা। এরই সঙ্গে তথ্যপ্রমাণ হিসেবে সিবিআই আধিকারিকরা মৃত অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভ হাতে পান। ফেসবুক লাইভে বেশ কিছু সমাজবিরোধীদের চিহ্নিত করে তাদের নাম সম্পর্কে ওয়াকিবহাল হন গোয়েন্দারা ৷

এর পরেই সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে রবিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ যদিও বেশ কয়েকজনের খোঁজ পাননি তাঁরা ৷ সিবিআই সূত্রে খবর, আদালত থেকে তাদের নামে আইনি কার্যকলাপ করার অনুমতিপত্র নিয়েই অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ধরা না দিলে আইনি পথে হাঁটা হবে ৷

Share.
Leave A Reply

Exit mobile version