কলকাতা ব্যুরো: কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে বেআইনি কয়লা উত্তোলন সংক্রান্ত একটি মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বাঁকুড়ার মেজিয়ায় বেআইনি কয়লা উত্তোলন নিয়ে ওই মামলা করা হয়েছিল৷ কিন্তু তথ্য গোপনের জন্য ওই মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক৷
বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে কিন্তু শুনানির শুরুতে দেখা যায় মামলাকারী একই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা আগেই দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তা এই মামলায় তিনি গোপন করেছিলেন। সেই কারণেই বিচারপতি দেবাংশু বসাক মামলাটি খারিজ করে দিয়েছেন।
পাশাপাশি বিরক্ত বিচারপতি দেবাংশু বসাকের হুঁশিয়ারি, ফের যদি এই ভুল করা হয়, তাহলে মামলাকারীকে জরিমানা করা হবে৷ একই সঙ্গে নির্দেশে জানানো হয়েছে মামলাকারী চাইলে এই ব্যাপারে নতুন করে আদালতে আবেদন জানাতে পারেন।
এর আগে মামলার শুনানিতে রাজ্যের পাশাপাশি সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট ৷ সেই ব্যাপারে আজ রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে ৩০টি অভিযোগ দায়ের হয়েছিল ৷ তার মধ্যে ২৮টির ইতিমধ্যেই ফয়সালা হয়ে গিয়েছে ।
অন্যদিকে সিবিআই-এর তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কয়লা পাচারের অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আসানসোল এলাকায় এখন সিবিআই তদন্ত করছে।