এক নজরে

KMC Election: বিজেপির আবেদনে পিছলো পুরভোটের মামলা

By admin

November 29, 2021

কলকাতা ব্যুরো: পুরভোটের মামলার শুনানি পিছনোর দাবিতে আবেদন জানিয়েছিল বঙ্গ বিজেপি। আর গেরুয়া শিবিরের সেই আবেদনের ভিত্তিতেই মামলার শুনানি পিছলো কলকাতা হাইকোর্ট। এই মর্মে পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। একইসঙ্গে সিপিএমের একটি মামলাও রয়েছে।

আদালত সূত্রে খবর, অন্য সব পক্ষ হাজির থাকলেও বিজেপির আবেদন মেনে পুরভোট নিয়ে শুনানি পিছলো বিচারপতি শিবাঙ্গামের ডিভিশন বেঞ্চ। সোমবার প্রধান বিচারপতি না থাকায়, ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল শুনানির জন্য। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচনের কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। আর এরপরেই আদালতের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। কীভাবে এই মামলা আদালতে চলাকালীন ভোটের তারিখ ঘোষণা হল? কেন এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না? তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি।

বিজেপির আইনজীবী বলেন, আদালতের অবমাননা হবে এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছিল আদালতে। সে ক্ষেত্রে কী ভাবে ভোটের তারিখ ঘোষণা হল?’ অন্যদিকে, পাল্টা অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্য ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের যে কটি পুরভোট বকেয়া রয়েছে সেগুলি সম্পন্ন করতে চাইছে। কলকাতার চিকিৎসা পরিষেবা ভালো। তাই সর্বপ্রথম কলকাতায় ভোট করানো হচ্ছে। আগে কলকাতায় ভোট করিয়ে করোনা পরিস্থিতি দেখে নিতে চাওয়া হচ্ছে। এরপর ৩০ এপ্রিলের মধ্যে ১১৭ টা পুরসভার ভোট শেষ করতে চাইছে রাজ্য।

আদালত জানায়, বিজেপিকে তার বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। এবার এই মামলার শুনানিতে বিজেপির আবেদন মেনেই শুনানির রায় পিছল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, কলকাতা পুরনির্বাচনের তারিখ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন জানায় ১৯ ডিসেম্বর হবে কলকাতা পুরসভার ভোট। গণনা সম্পন্ন করতে হবে ২২ তারিখের মধ্যে।