কলকাতা ব্যুরো: উৎসবের মরসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দুর্গাপুজোর পর থেকেই এ রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা দাপট ৷ এই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷ এই মর্মে সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী অজয় কুমার দের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সম্ভবত, বুধবার এই মামলার শুনানি হবে।
মামলাকারীর বক্তব্য, দুর্গাপুজোর আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল। কিন্তু পুজোর কেনাকাটা এবং পুজো চলাকালীন সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যে ৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে। তবে সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ এখন উৎসবের আবহে ৷ কয়েকদিন পরই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা ৷ রয়েছে জগদ্ধাত্রী পুজোও ৷ ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷
এই আশঙ্কা থেকে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও যাতে দর্শনার্থীরা অবাধে পুজােমণ্ডপে প্রবেশ করতে না পারে তার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অজয় কুমার দে ৷ প্রশাসন যাতে কঠোর হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আদালতের কাছে সেই আর্জি জানানো হয়েছে। মঙ্গল বা বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গতবছরও কালীপুজোয় মণ্ডপে দর্শনার্থী প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। আদালত এবছর কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার।