কলকাতা ব্যুরো: ভারতকে ৯৩ হাজার অত্যাধুনিক কার্বাইন বানিয়ে দিতে চায় সংযুক্ত আরব আমিরশাহি। দিল্লিতে তাদের দূতাবাসের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। কারাকাল ইন্টারন্যাশনাল ভারতে বসেই তা বানিয়ে দিতে প্রস্তুত বলে জানা গিয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তারা সেই কাজ করতে সক্ষম বলে জানানো হয়েছে প্রস্তাবে। এই চুক্তি কার্যকর হলে তা নিশ্চিতভাবেই ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা আরো অনেকটাই বাড়াবে।

যে কোনো পরিস্থিতিতেই ব্যবহার করা যাবে কার্বাইনগুলি। ওজন ৩.৪ কেজি। যা বহন করা সহজ। মিনিটে ৭৫০ থেকে ৯০০ গুলি বেরোবে সেগুলি থেকে। তার রেঞ্জ ৫০০ মিটার।

Share.
Leave A Reply

Exit mobile version