কলকাতা ব্যুরো: যাদবপুরের সুলেখা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। আবারও রাতের শহরে বেপরোয়া গাড়ি। মত্ত ড্রাইভার প্রাণ কাড়লো এক সাধারণ পথচারীর। অভিযোগ, শনিবার সুলেখার কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির কাছে রাত ১০টা ১৫ নাগাদ মোট ৭ ব্যক্তিকে ধাক্কা মারে ওই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ওই পথচারীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের ইতিমধ্যে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রাইভার মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে যাদবপুর থেকে সুলেখার দিকে যাচ্ছিল। তাঁদের চোখের সামনেই পর পর ৭ জনকে ধাক্কা মারে মত্ত চালক। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি। বাকি ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা গুরুতর জখম হয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুলেখা মোড় এলাকায়। এদিন প্রথমে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারে। তারপর ওই দোকানে দাঁড়িয়ে যারা চা খাচ্ছিলেন তাঁদের পরপর গাড়িটি ধাক্কা মারে। চালক ছাড়াও গাড়িতে ছিলেন দুজন মহিলা।  

https://www.kolkata361.in/wp-content/uploads/2022/01/1642877255211.mp4

সেই সময় হঠাৎই গাড়ির সামনে একজন বাইক চালক চলে আসেন। ভারসাম্য হারিয়ে বাইক চালক গাড়ির সামনে পড়ে যান। বাইক চালকের মাথার উপর দিয়ে চলে যায় গাড়িটির চাকা। এর জেরেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। পরে উত্তেজিত জনতা মত্ত চালকের উপর চড়াও হয়। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ মত্ত চালক সহ দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, রাতের শহরে গাড়ি দুর্ঘটনা কোনও নতুন ঘটনা নয়। এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মাশুল গুণতে হয়েছে কলকাতা শহরকে। তবে পুলিশের দাবি প্রাথমিক তল্লাশি চালিয়ে গাড়ি থেকে কোনও মদের বোতল পাওয়া যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version