এক নজরে

গাড়ি থেকে উদ্ধার একে ফরটিসেভেন, কারবাইন, পিস্তল

By admin

September 09, 2020

কলকাতা ব্যুরো: জম্মু থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে কুলগামে জওহর টানেল এর কাছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জম্মু জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা।জম্মু থেকে আসা একটি ট্রাকে তল্লাশিতে এ কে ফরটিসেভেন রাইফেল, এম ফোর কারবাইন, ছ’ টি চাইনিজ পিস্তল এবং প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়েছে।সাম্প্রতিককালে কোন গাড়ি থেকে এতগুলি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মেলার ঘটনা জম্মুতে ঘটেনি। আর সব অস্ত্র কোন জঙ্গি ঘাঁটি তে যাচ্ছিল তার খোঁজে দুজনকে গ্রেপ্তার করে এখন জেরা করছে পুলিশ।