কলকাতা ব্যুরো: পাচারের আগে বিশাল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। তিনটি এ কে ফরটিসেভেন রাইফেল, পিস্তল, প্রচুর কার্তুজ উদ্ধার করেছে বিএসএফ।
সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, পাঞ্জাবের ভারত- পাকিস্তান সীমান্তের পিরোজপুর জেলার আবহার সীমান্ত চৌকির থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা এইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাকিস্তানের পাচারের চেষ্টা করছিল। এর আগেও ফেব্রুয়ারি মাসে ফিরোজপুর সীমান্ত থেকে আরো বেশ কিছু আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল বি এস এফ।