এক নজরে

KMC Election: কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, নির্ধারিত দিনেই নির্বাচন

By admin

December 15, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়। আগামী ১৯ ডিসেম্বরই হবে নির্বাচন। পুরভোট মামলায় জানাল কলকাতা হাইকোর্ট। এছাড়া হাই কোর্টের তরফে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ, যত দ্রুত সম্ভব বাকি সমস্ত জায়গার পুরভোট করতে হবে। সেক্ষেত্রে যত কম দফায় সম্ভব পুরভোট শেষ করতে হবে।

আগামী ২৩ ডিসেম্বর পুরভোট মামলার পরবর্তী শুনানি। বাকি পুরসভার ভোট প্রসঙ্গে ওইদিন রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে তাদের ভাবনা সম্পর্কে হাইকোর্টকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। কিন্তু রাজ্যের আরও ৬ পুরনিগম-সহ ১১৩টি পুরসভার ভোট এখনও বাকি। সেসব পুরসভায় ভোট করানো নিয়ে রাজ্যের কী ভাবনা, তা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ দেয়নি। তাই আগামী ১৯ ডিসেম্বরই হবে ভোটাভুটি।

তবে এদিন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানি পিছিয়ে যায়। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ওই মামলার শুনানি হবে। এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে ধাক্কা খেয়েছিল বিজেপি। এদিকে, কলকাতা পুরসভার ভোটে সমস্ত বুথ এবং স্ট্রং রুমে সিসিটিভি রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, বুধবার হাইকোর্টের মধ্যে অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যুতে এদিন সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন আইনজীবিরা। ফলে অন্যান্য মামলার সঙ্গে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনের শুনানি স্থগিত হয়ে যায় । তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি হবে বিচারপতি মান্থার বেঞ্চে।