কলকাতা ব্যুরো: এসএসসি গ্রুপ-ডি এবং নবম-দশম শ্রেণীতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিলো ডিভিশন বেঞ্চ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকি, বলা হয় শারীরিক অসুস্থতার অজুহাতে ভর্তি হতে পারবেন না এসএসকেএমে ৷ এদিন হাইকোর্টের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ৷ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেয় ৷ বুধবার সকাল সাড়ে ১০টায় ফের এই মামলার শুনানি।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে পারবেন না তৎকালীন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ করতে পারবে সিবিআই। পালটা বিচারপতি নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়েরর আইনজীবীরা।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা বিচারাধীন বিষয়। আইন আইনের পথে চলবে। প্রশাসন মোকাবিলা করার জন্য যা ব্যবস্থা নেওয়ার নেবে।
নবম ও দশম শ্রেণির গণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আবদুল গণি আনসারি-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর আনা মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলা চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ হিসাবের পেশের নির্দেশ বহাল রাখলেও তাতে উল্লেখ করেন, আদালতে মুখ বন্ধ খামে ওই হিসেব পেশ করতে হবে। তবে সিঙ্গেল বেঞ্চ এখনই সেই খুলতে পারবে না জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা হাইকোর্ট। ভরা এজলাসে বসে ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ তুললেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে এই সংক্রান্ত যাবতীয় নথি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠাতে কলকাতা হাই কোর্টের রেজিষ্টার জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই নথির প্রতিলিপি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি।