%%sitename%%

এক নজরে

Puja Guideline: কী হবে পুজোর গাইডলাইন দিয়ে? কেউ কি মানে?

By admin

September 27, 2021

কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতিতে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজোয় গত বছরের মতোই ভিড় নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করুক কলকাতা হাইকোর্ট ৷ এই আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর আর্জি শোনার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পর বলেন, “কী হবে গাইডলাইন দিয়ে? কেউ কি গাইডলাইন মেনে চলে?”

মামলাকারী অজয়কুমার দেবের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “গত বছর আদালত গাইডলাইন তৈরি করে দিয়েছিল। আর সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পুজোর দিনগুলিতে জনসমাগম আটকাতে সচেষ্ট ছিল। আদালতের নির্দেশে গত বছর প্রশাসন ভীড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন জানতে চান, রাজ্যের তরফে কেউ এই মামলায় হাজির আছেন কি না কিন্তু সোমবার মামলার শুনানিতে রাজ্যের কেউ হাজির ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন মামলাকারীর আইনজীবীকে। তবে এদিন সরকারের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি গোটা দেশজুড়ে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশের যে রাজ্যগুলোতে এখন উৎসবের মরসুম তাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলেছে। উৎসবের মরসুমে যদি মানুষের জনসমাগম নিয়ন্ত্রণ না-করা যায়, তাহলে নতুন করে ফের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঘরে থেকেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এ রাজ্য গত বছর দুর্গা পুজোয় করোনা নিয়ন্ত্রণের ব্যাপারে যতটা সচেতন ছিল, এ বছরে সেই তুলনায় প্রশাসন কম কঠোর বলে অভিযোগ মামলাকারীর। সেই কারণেই তিনি আদালতে মামলা করেছেন বলে জানালেন।

হাওড়ার বাসিন্দা অজয়কুমার দের দায়ের করা মামলাতেই বিচারপতির সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত বছর ১৯ অক্টোবর ও ২১ অক্টোবর পরপর দুটি নির্দেশ দেন। ১৯ অক্টোবরের নির্দেশে ডিভিশন বেঞ্চ জানায়, ছোট পূজামণ্ডপের ৫ মিটার পর্যন্ত এবং বড় পূজামণ্ডপের ১০ মিটার পর্যন্ত ব্যারিকেড করা থাকবে৷ তার বাইরে থেকেই প্রতিমা ও পূজামণ্ডপ দর্শন করতে হবে দর্শনার্থীদের।

পাশাপাশি বড় মণ্ডপের ক্ষেত্রে সারাদিনে উদ্যোক্তাদের মধ্যে সর্বোচ্চ ৬০ জনকে প্রবেশের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। ছোট মণ্ডপের ক্ষেত্রে উদ্যোক্তাদের ১৫ জনের বেশি প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়। উদ্যোক্তাদের যে সমস্ত সদস্য মণ্ডপে প্রবেশ করবেন, তাঁদের নামের তালিকা সকাল আটটার মধ্যে মণ্ডপের বাইরে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি৷ তবে এই নামের তালিকা প্রতিদিন পরিবর্তন করা যাবে। বলা হয়, ঢাকিরা ঢাক বাজাতে পারবেন নো এন্ট্রি জোনে। কোনওরকম অঞ্জলি ও সিঁদুর খেলাতেও অনুমতি দেওয়া হয়নি ৷ চলতি বছরেও এ রকম বিধি-নিষেধের আর্জি জানিয়েছেন অজয়বাবু।