এক নজরে

#parthachatterjee: এসএসসি মামলায় হাইকোর্টের আবেদন খারিজ, রক্ষাকবচ পেলেন না পার্থ

By admin

May 20, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ রক্ষাকবচের আবেদন। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এসএসসি দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ নিতে বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে মন্ত্রীর আরজি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। পরিবর্তে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ আদালতের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব আদালতে পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য নাকতলায় যে ফ্ল্যাট আছে সেই হিসাবও পেশ করা হোক। পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কী? গান্ধী পরিবারের টাকার উৎস কী? তাঁরা কোথা থেকে টাকা পান? পূর্ণাঙ্গ তদন্ত হোক।

আরও একবার পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করার দাবি জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন শুনানিতে তিনি আরও বলেন, পদত্যাগ প্রসঙ্গে আমি আমার মতপ্রকাশ করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন। লালবাহাদুর শাস্ত্রী ৫৫ বছর আগে উদাহরণ স্থাপন করেছেন। বাংলা পারছে না? রাজনীতিতে কি আছে? পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। রবিন দেব এবং দিলীপ ঘোষের ভালো বন্ধু। দৃঢ়তা দেখাতে পারছেন না? এসএসসির উপদেষ্টা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং আপ্ত সহায়ক ছিলেন। তাঁরা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে রিপোর্ট দিতেন। তাই এই কমিটির বিষয়ে পার্থবাবু কিছু জানতেন না, আমি বিশ্বাস করি না। সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। এটা আমি চাই। বিচারপতি অমৃতা সিনহাও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয়বার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আগামী সপ্তাহে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছেন তাঁকে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ফের সিবিআইয়ের মুখোমুখি হন কিনা, সেটাই এখন দেখার। এদিকে, ফেসবুক পোস্টে দলীয় কর্মীদের সতর্ক হওয়ার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও এদিনের শুনানিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাকতলার ফ্ল্যাট নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সম্পত্তির পরিমাণ কত, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলেই পর্যবেক্ষণ বিচারপতির। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ তাঁর।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব আদালতে পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য নাকতলায় যে ফ্ল্যাট আছে সেই হিসাবও পেশ করা হোক। পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কী? গান্ধী পরিবারের টাকার উৎস কী? তাঁরা কোথা থেকে টাকা পান? পূর্ণাঙ্গ তদন্ত হোক।

পাশাপাশি এদিন এসএসসির উপদেষ্টা কমিটি নিয়েও ফের প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং আপ্ত সহায়ক এসএসসির উপদেষ্টা কমিটিতে ছিলেন। তাঁরা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে রিপোর্ট দিতেন। তাই এই কমিটির বিষয়ে পার্থবাবু কিছু জানতেন না, আমি বিশ্বাস করি না। সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক সেটাই আমি চাই। বিচারপতি অমৃতা সিনহাও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।