কলকাতা ব্যুরো: বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, বাঁকুড়ার গঙ্গাজল থানায় চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর গাড়ির ড্রাইভার কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রূপা কুণ্ডু। অভিযোগ, তাঁর স্বামীকে কাজের আছিলায় আটকে রাখছিলেন বিজেপির ওই বিধায়ক। এর মধ্যে তিনি খবর পান, ১৮ আগস্ট তাঁর স্বামীকে বিয়ে করেছেন বিধায়ক চন্দনা। ঘর ভাঙার অভিযোগে তিনি পুলিশের দ্বারস্থ হন। পাশাপাশি বধূ নির্যাতন, অবৈধ সম্পর্কের অভিযোগে চন্দনা বাউরিকে নোটিস পাঠায় পুলিশ। পুলিশের নোটিসে সাড়া দেন চন্দনা বাউরি। বাঁকুড়া এসিজেএম আদালতে আত্মসমর্পণ করতে চাইলে আদালত জানায় বিষয়টি বিধায়ক, মন্ত্রী বিশেষ আদালতের বিচার্য বিষয়। এরপরই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর বিচারপতি কৌশিক চন্দ সব পক্ষের বক্তব্য শোনার পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের উপর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।

এই বিষয়ে চন্দনা বাউরির আইনজীবী সোমনাথ অধিকারী জানান, চন্দনা বাউরি ভোটে জেতার পর থেকে তাঁকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখানো হচ্ছিল কিন্তু তাতে সাড়া না দেওয়ায় মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৪৯৮এ ,৪৯৪,৪০৬, ৫০৬ ধারায়। পুলিশ এর জন্য ৪১এ নোটিস পাঠিয়েছিল তাঁকে। এখানে ৪৯৪ ধারাটিই প্রযোজ্য কিন্তু পুলিশ এই অভিযোগে তদন্ত করতেই পারে না। বিচারপতি সমস্তটা শোনার পর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version