কলকাতা ব্যুরো: আপাতত এক মাস স্থগিত রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন। বৃহস্পতিবার নার্সদের আইনজীবী এই তথ্য দেওয়ার পরেই কলকাতা হাইকোর্ট আন্দোলনরত নার্সদের দাবিদাওয়া এক মাসে খতিয়ে দেখতে নির্দেশ দেয় রাজ্যকে। রাজ্য জানায়, আবেদন খতিয়ে দেখতে বেশকিছুটা সময় লাগবে। আর সেই কারনেই সেই সময়টা নার্সদের আন্দোলন স্থগিত রাখা হয়েছে বলে তাদের তরফে জানানো হয় হাইকোর্টে কারণ ইতিমধ্যে এই আলোচনা সরকারের সঙ্গে শুরু হয়েছে।
বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন নিয়ে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা পর্যালোচনা করে দেখছেন। এই ভাবনাচিন্তার জন্য ১ মাস সময় লাগবে। রাজ্যের এই বক্তব্য শোনার পরই আদালত এক মাসে বিষয়টি মেটানোর চেষ্টার নির্দেশ দেয়। এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট। তবে শান্তিপূর্ণ আন্দোলন করলে আপত্তি নেই কলকাতা হাইকোর্টের, পর্যবেক্ষণে জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
প্রসঙ্গত. বেতন পরিকাঠামোর পুর্নবিন্যাস এবং সদ্য বদলির ক্ষেত্রে অনিয়ম হয়েছে এই দাবিতে এসএসকেএম হাসপাতালে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন নার্সরা। আর সেখানে উঠেছে মাইক ব্যবহারের অভিযোগ। এনিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। রিপোর্টও জমা পড়ে। এসএসকেএমের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসার জন্য হাজারো মানুষ আসেন। নার্সদের দাবি ন্যায় সঙ্গত হলেও কেন মাইক বাজিয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করা হচ্ছে এই দাবি মামলা করে ক্যালকাটা ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন।
নার্সদের সংগঠনের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর বক্তব্য, বেতন পরিকাঠামো নিয়েই বিক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্তের নার্সরা ছাড়াও এসএসকেএম হাসপাতালের নার্সরাও রয়েছেন এই বিক্ষোভে। স্বাস্থ্য পরিষেবা কোনওভাবে বিঘ্নিত হচ্ছে না। কয়েকদিন আগেই আলোচনা শুরু হওয়ায় আন্দোলন একমাসের জন্য স্থগিত করা হয়েছে।