এক নজরে

Primary TET: এবার প্রাথমিক টেটের ওএমআর শিট দেখানোর নির্দেশ হাইকোর্টের

By admin

January 21, 2022

কলকাতা ব্যুরো: এবার টেটের ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে মামলাকারী চাকরি প্রার্থীদের টেট পরীক্ষার ওএমআর শিট দেখানোর নির্দেশ দিলেন শুক্রবার। ২০১৪ সালের প্রাথমিকের টেট দিয়ে কোয়ালিফাই করেননি শান্তনু শিট-সহ আরও অনেকেই। কিন্তু পরে ২০১৪ সালের প্রাথমিকের টেটের প্রশ্নপত্রে ছ’টি ভুল ছিল বলে প্রমাণিত হয়। হাইকোর্টে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে যাঁরাই পরীক্ষায় বসেছিলেন এবং ওই ছ’টি প্রশ্নে উত্তর দিয়েছিলেন, তাঁদের নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্রোপাধ্যায়।

তারপরও একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে। মাসখানেক আগে একটি মামলার নির্দেশে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন। শান্তনু শিট-সহ অন্যান্যদের দাবি, ডিসেম্বর মাসে তাঁদের নথিপত্র খতিয়ে দেখে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু বোর্ড জানায়, তাঁরা লিখিত পরীক্ষাতেই পাস করেননি। তারপরই টেটের ওএমআর শিট বা উত্তরপত্র দেখানোর দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তাঁদের দাবি খারিজ করার পরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নিয়ম অনুযায়ী, এই ওএমআর শিট দেখানো হয় না।

হাইকোর্টে মামলা করেন শান্তনু শিট-সহ আরও ২৭ জন। তাঁদের আর্জি ওএমআর শিটে প্রমাণ হবে, তাঁরা পরীক্ষায় কী নম্বর পেয়েছেন। বিচারপতি অমৃতা সিনহা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন মামলাকারীদের ওএমআর শিট দিতে হবে। এই প্রথম বোর্ডকে ওএমআর শিট দেখানোর নির্দেশ দেওয়া হলো।