কলকাতা ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাওয়ায় কোনো বাধা নেই। চোখের চিকিৎসার জন্য মানবিক কারনেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে বিদেশে যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। তবে আদালত কিছু শর্ত চাপিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে চিকিৎসার প্রয়োজনে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে ঠিকই, কিন্তু জানিয়ে দিয়েছে, ১০ জুনের মধ্যে সাংসদকে ফিরে আসতে হবে।

তবে ইডির কাছে টিকিট, দুবাইয়ের ঠিকানা, হাসপাতালের ফোন নম্বর ইত্যাদি জমা দিতে হবে ৷ যাতে প্রয়োজনে ইডি তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ ইডির আবেদন খারিজ করে আদালত এদিন জানিয়েছে, অভিষেকের চিকিৎসা করার সাংবিধানিক অধিকার রয়েছে৷ তাঁর পছন্দের হাসপাতালে তিনি চিকিৎসা করাতে পারবেন৷ প্রশাসন কখনও বাধা দিতে পারে না৷

জানা গিয়েছে, চোখের চিকিৎসা করাতে ১ জুন দুবাই যাওয়ার কথা ছিল অভিষেকের৷ সেখানকার মুরফেস আই হাসপাতালে যেতেন তিনি ৷ দুবাই যেতে চেয়ে ইডির কাছে আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই আবেদন খারিজ করে দেয় তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের আইনজীবী৷ তাঁর আইনজীবী আদালতকে জানান, অভিষেক চিকিৎসা করাতে বাইরে যেতে পারবেন না সেটা সুপ্রিম কোর্ট কখনও বলেনি৷ কিন্তু ইডির আইনজীবীর বক্তব্য ছিল, অভিষেক যদি বাইরে যান তাহলে বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ এতে তদন্তের ক্ষতি হতে পারে ৷

তবে এদিন সব শোনার পর আদালতের পর্যবেক্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করছেন এটা আদালত মনে করে না ৷ ইডি যে পালিয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছে এটাও আদালত সঠিক বলে মনে করছে না। আবেদনকারী কোনও অভিযুক্ত নন। আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন কোনো সমন ইস্যু হয়নি সুপ্রিম কোর্টের অর্ডারের পর। ২৯ মার্চ সব নথি জমা দেন ইডি কে। ফলে আবেদনকারী সহযোগিতা করছেন না এটাও বলা যাবে না।

এছাড়া গত ১৭ মে সুপ্রিম কোর্টের নির্দেশে এমন কোনো উল্লেখ ছিল না, যেখানে আবেদনকারীর মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে হবে। শর্ত একটাই, সমন ২৪ ঘণ্টার আগে পাঠাতে হবে। এখানে তার চিকিৎসার ইস্যু আছে। রাইট টু লাইফ মৌলিক অধিকার। সেখানে সঠিক চিকিৎসার বিষয়টি উঠে আসে। জোর করে কারও চিকিৎসা আটকানো যায় না। রাষ্ট্র কোনো ব্যাক্তির নিজস্ব পছন্দের চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত করতে পারে না। এরপরই কলকাতা হাইকোর্ট সস্ত্রীক অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি দেয়৷

Share.
Leave A Reply

Exit mobile version