কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদ থেকে বদলি হয়ে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজেশ বিন্দাল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আদালত কক্ষের এক নম্বর ঘরে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে। আইনমন্ত্রক সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে সম্মতি দেওয়ার পরই আজ তিনি কলকাতা হাইকোর্ট ছাড়লেন।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার আগেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করেছেন বিচারপতি বিন্দাল। তারপর চার মাসের জন্য জম্মু-কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এরপর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণাণ অবসর গ্রহণের পর মাস ছয়েক আগে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকাকালীন নারদ মামলা থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্যের উপর চাপ বেড়েছিল। বার কাউন্সিলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক দেব তাঁর অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন। সেই ব্যাপারে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের অলিন্দে কিন্তু তাঁর নিয়মনিষ্ঠর জন্য আইনজীবী মহলে যথেষ্ট প্রশংসার পাত্র ছিলেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version