এক নজরে

#CabDriverAssault: ক্যাব চালককে রাস্তায় ফেলে বেধড়ক মার সার্জেন্টের

By admin

March 05, 2022

কলকাতা ব্যুরো: এবার এক অ্যাপ ক্যাবের চালককে মারধরের অভিযোগ উঠলো কলকাতা পুলিসের এক সার্জেন্টের বিরুদ্ধে। তিনি সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। মহম্মদ সাহবাজ নামে ওই উবের চালককে রাস্তায় ফেলে চড় থাপ্পড়, লাথি মারার অভিযোগ উঠেছে। ওই চালকের মুখও ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ক্যাব চালকরা ক্ষোভে ফেটে পড়েন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দিকের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। তবে এখনও পর্যন্ত লালবাজারের পুলিস কর্তারা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি।

এর আগেও সাউথ ট্রাফিক গার্ডেরই এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠছিল। এক্সাইড মোড়ের সামনে এক যুবককে মাটিতে ফেলে বুটের লাথি মারা হয়। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছিলেন লালবাজারের কর্তারা। বিভাগীয় তদনন্তের পরে চাকরি থেকে বহিষ্কার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে।

সম্প্রতি কলকাতা সহ বিভিন্ন জেলায় পুলিসের বিরুদ্ধে নানা প্রতিবাদী আন্দোলন ঠেকাতে গিয়ে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে বারেবারে। আনিস-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের কখনও আমতায়, কখনও কলকাতায় যেভাবে পুলিস টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে পুলিস ভ্যানে তুলেছে, তা নিয়েও নানা চর্চা চলছে। বিধাননগরে প্রায় প্রতিদিনই শিক্ষকের চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। সেই আন্দোলনের উপরও পুলিসের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই আমতায় এক মধ্যবয়স্ক ব্যক্তিকে বুট পরা পুলিস লাথি মারছে বলে সংবাদমাধ্যমে ছবি প্রকাশিত হয়েছে। সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে।