এক নজরে

বাইপাস কাণ্ডে বয়ান বদল ‘আক্রান্ত’ যুবতীর

By admin

September 07, 2020

কলকাতা ব্যুরো : (প্রতীকী ছবি) কাহানি মে টুইস্ট। পরশু রাতে আক্রান্ত যে যুবতীকে রক্ষা করলেন নীলাঞ্জনা চ্যাটার্জী ও তার স্বামী, আজ সেই যুবতীই বয়ান বদল করলেন। কাল আক্রান্ত যুবতী পুলিশকে জানান যে ব্যক্তি তাকে নিগ্রহ করেছিলেন চলন্ত গাড়িতে তার নাম অমিতাভ বোস। আজ ৩৬০ ডিগ্রী ঘুরে গিয়ে পুলিশের জেরাতে যুবতী বয়ান বদল করে জানিয়েছেন সেই ব্যাক্তির নাম অভিষেক পান্ডে।

পুলিশ ওই যুবতীকে যে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় সেটি ইতিমধ্যেই বাড়ি থেকে উদ্ধার করেছে। কালো রঙের হণ্ডা সিটি। কিন্তু যে ব্যক্তি যুবতীকে নিগ্রহ করেছিলেন তার খোঁজ এখনও পায়নি। ব্যক্তির মায়ের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে যে যুবতীর সঙ্গে ওই ব্যক্তির আলাপ প্রায় পাঁচ বছরের । বিয়েও ঠিকঠাক। করোনার জন্য তারা বিয়ে করতে পারছেন না। যুবতীর বয়ান ঘিরে স্বাভাবিক ভাবেই ধন্দে রয়েছে পুলিশ। হঠাৎ যুবতীর বয়ান বদল নিয়ে রহস্য দানা বাদছে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে নীলাঞ্জনা চ্যাটার্জীর অস্ত্রোপ্রচার সফল হয়েছে এবং এখন তিনি ভালো আছেন।