এক নজরে

এখনই কিনে ফেলুন সোনার গহনা

By admin

February 21, 2021

কলকাতা ব্যুরো- বড় ধাক্কা স্বর্ণবাজারে, ক্রমে কমতে দেখা গেল সোনার দাম। এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি দিনই কমেছে সোনার দাম। সোনার বাজার কোনও দিন একটি বাড়লেই, পরক্ষনে দেখা গিয়েছে মুখ খুবড়ে পড়তে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট করার পর থেকে ক্রমান্নুয়ে নামতে শুরু করেছে সোনার দামের গ্রাফ। আর নামই নিচ্ছেনা উপরের দিকে ওঠার। নীচের দিকে নামছে স্তম্ভ।

তবে একদিকে যেমন মাথায় হাত পড়েছে স্বর্ণবিক্রেতাদের। ঠিক তেমনই বিয়ের মরশুমে সোনার দাম কমায় বিয়েবাড়ির খুশি হয়েছে দুই গুন। শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত আবারও দেখা গিয়েছে সোনার দামের পতন। কলকাতার বাজারে আজকাল সোনার ২২ ক্যারেটের দাম ৪৬ হাজার টাকা। আজকের সোনার দামও সেই ৪৬ হাজার টাকার আশেপাশেই চলছে। সেখানেই দিল্লিতে আজকে সোনার দাম কমে হয়েছে ৪৫ হাজার টাকা। তাই যদি আপনিও গহনা বানাতে চান, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের জন্য কিংবা কাউকে উপহার দিতে, এখনই কিনে ফেলুন সোনার গহনা। ভারতের বেশ কিছু স্থানেই সোনার দাম কমতে দেখা গিয়েছে।