%%sitename%%

এক নজরে

Kolkata Shootout : শহরে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে চললো গুলি

By admin

September 13, 2021

কলকাতা ব্যুরো: খাস কলকাতায় রাতের অন্ধকারে চলল গুলি। রবিবার রাতে শেক্সপিয়ার সরণি থানা এলাকার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবসায়িক শত্রুতার জন্যই এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

রাত তখন ১টা ৷ কোনও এক বন্ধুর বাড়িতেই গিয়েছিলেন পঙ্কজ ৷ সেখান থেকেই রাতের দিকে বাড়ি ফিরছিলেন ৷ গোর্কি সদনের সামনে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ ৷ সেইসময় হঠাৎ সিনেমার কায়দায় চার-পাঁচটা বাইক গাড়িটিকে ঘিরে ফেলে ৷ পঙ্কজবাবু গাড়ি থেকে নেমে আসতেই শুরু হয় বচসা ৷ পরে হাতাহাতি, মারধর ৷ এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রত্যেকটা বাইকে তিনজন করে ছিল ৷ বর্তমানে ওই ব্যক্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ওই ঘটনাস্থল ভালো করে পরিদর্শন করে পুলিশ ৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন ৷ ৩৮ বছরের পঙ্কজ সিং হাওড়ার একজন বড় ব্যবসায়ী বলে জানতে পেরেছে পুলিশ । সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা ৷