কলকাতা ব্যুরো: সরকারি হাসপাতালের কর্মীদের এবার সরকারি বাসে করেই নিয়ে যাওয়া ও বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আগামী সোমবার থেকে এই নিয়ম চালু হচ্ছে। এতদিন সরকারির পাশাপাশি বেসরকারি বাসে করেও স্বাস্থ্য কর্মীদের আনা নেওয়া করা হতো।
কোভিড হাসপাতাল হিসাবে পরিচিত এনআরএস, এমআর বাঙ্গুর, কলকাতা মেডিক্যাল কলেজ এবং গার্ডেনরিচ হাসপাতালে কর্মীদের শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন জায়গা থেকে আনা নেওয়া করা হয়। সেই আনা নেওয়া নিয়ম মেনেই হবে। শুধু বেসরকারি বাসের বদলে সরকারি বাস সেই কাজে ব্যবহার হবে। স্বাস্থ্য কর্মীদের বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিলো, বেসরকারি বাসের সিট ভাঙা, ছেঁড়া, অপরিস্কার। সেসব কথা মাথায় রেখেই এই নয়া সিদ্ধান্ত।