কলকাতা ব্যুরো: আগামী ১ জুলাই থেকে রাজ্যে বাস-অটো চালু হতে চলেছে। সেলুন, বিউটি পার্লার, জিম দিনের নির্দিষ্ট সময়ে খোলার অনুমতি দেওয়া হলেও লোকাল ট্রেন এখনই চালু করছে না রাজ্য। স্বাভাবিকভাবেই মেট্রো রেলও আপাতত বন্ধ থাকছে। যদিও রাজ্যে চালু হওয়া বিধি নিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। নবান্ন মুখ্যমন্ত্রী এই কথা জানান। তার বক্তব্য, আপাতত গোটা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালু করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মুখ্যমন্ত্রীর দাবি।
রাজ্যে সরকারি এবং বেসরকারি বাস, জেলার মধ্যে চলা অটো, টোটো সহ সবরকম পরিবহন চালু করার কথা ঘোষণা করল রাজ্য। তবে আপাতত ৫০% যাত্রী নিয়ে চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর আগে সকাল সাতটা থেকে বেলা ১১ টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার চালু থাকলেও, আগামী মাস থেকে তা বাড়িয়ে ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দোকান বেলা ১১ টা থেকে রাত আট টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই তালিকায় রেস্তোরাঁ সহ অন্যান্য জিনিসপত্রের দোকান রয়েছে। দিনের নির্দিষ্ট সময়ে জিম খোলা যাবে। সেলুন এবং বিউটি পার্লার দিনের নির্দিষ্ট সময়ে খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।সরকারি-বেসরকারি অফিস এতদিন ২৫ শতাংশ লোক নিয়ে চললেও, তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। বেলা ১০ টা থেকে চারটের মধ্যে অফিস করতে হবে। এদিন মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এইসব অফিসে আসা কর্মীদের পরিবহনের ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকেই। রাজ্য সরকার কোনভাবে দায়িত্ব নেবে না। ফলে গণপরিবহনে ৫০ শতাংশ লোক তোলার সুযোগ করে দিলেও, তাদের মধ্যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা থাকতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো।
ধর্মাচরণ কোন সামাজিক অনুষ্ঠানে বিধি-নিষেধ আগের মতোই কঠোর থাকছে। মৃতদেহ সৎকার বা শ্রাদ্ধানুষ্ঠান কুড়ি জনের বেশি আমন্ত্রিত একসঙ্গে যেতে পারবেন না। আবার বিয়ে বা এই ধরণের অনুষ্ঠানে সর্বোচ্চ অতিথি সংখ্যা ৫০। মমতার বক্তব্য, কোন সামাজিক অনুষ্ঠান বা জমায়েত এখনো অনুমোদন দেওয়া হচ্ছে না। এমনকি তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর বার্ষিক সভাও এবার হবে কিনা তা ভেবে দেখবে দল, জানালেন তৃণমূল সুপ্রিমো।মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে বিধানসভা ভোট চালুর আগে করণা আক্রান্তের সংখ্যা ছিল 3% আর্ট দফায় নির্বাচন হওয়ার পরে শেষ দফার ভোটে দেখা যায় সেই সংক্রমণ বেড়েছে 33 শতাংশ নতুন করে বিধিনিষেধ আরোপের পর বর্তমানে তা 3.3 শতাংশে নেমে এসেছে যেখানে 8 দফা ভোটের শেষ দিনে দৈনিক 22 হাজার মানুষ করোনাই আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তা আর খেয়েছ হয়েছে রাজ্যের বক্তব্য বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হলেও তা আদৌ পরীক্ষামূলক ভাবে করা হচ্ছে।