কলকাতা ব্যুরো: বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা (Bus Accident) কলকাতায়। মঙ্গলবার সাত সকালে বেহালার বকুলতলা এলাকায় পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি বাস (Bus Accident)। প্রথমে পড়ুয়া বোঝাই পুলকার, পরে অটো এবং অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। স্থানীয় বাসিন্দারা তেড়ে আসতেই বাস ছেড়ে চম্পট দেন চালক। এদিকে বাসের ধাক্কায় জখম হয়েছে ৪ পড়ুয়া-সহ ৭ জন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এদিন সকাল সাড়ে সাতটা-আটটা নাগাদ দুর্ঘটনাটি (Bus Accident) ঘটে। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি। বেহালা চৌরাস্তা থেকে বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে স্কুলের পুলকারে ধাক্কা মারে। পুলকারে থাকা ৪ স্কুল পড়ুয়া জখম হয়। তাদের মাথায় চোট লাগে। বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এমন অবস্থা হয় যে গাড়ি থেকে বের হতে পারছিলেন না পুলকারের চালক। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁকে বের করা হয়। জানা গিয়েছে, পুলকারের চালকের পায়ে চোট লেগেছে।

এরপর বাসটি (Bus Accident) ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোয়। অটোর চালক এবং এক মহিলা যাত্রী গুরুতর জখম হয়েছেন। পরে একটি অ্যাপ ক্যাবেও ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয় বাসিন্দারা রে রে করে তেড়ে গেলে চালক বাস থামিয়ে চম্পট দেন। বাসের কয়েকজন যাত্রীও চোট পেয়েছেন বলে খবর।

এদিকে ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। তাই বাসের গতিতে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version