এক নজরে

গরু পাচারের অভিযোগে বিএসএফ অফিসার গ্রেপ্তার

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো: গরু পাচার কাণ্ডে অবশেষে সিবিআই গ্রেফতার করল বিএসএফ কমান্ডার সতীশ কুমারকে। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি মালদায় বিএসএফের কমান্ড হিসেবে দায়িত্বে ছিলেন। তখন মালদা এবং মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশে গরু পাচারে পয়সার বিনিময়ে মদদ দিতেন বলে অভিযোগ। তার সঙ্গে গরু পাচারের অভিযুক্ত এনামুল হকের দীর্ঘ যোগাযোগ ছিল বলে প্রমাণ পেয়েছে বিএসএফ। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ প্রায় আটঘণ্টা তাকে জেরা করার পর কলকাতায় সিবিআই গ্রেপ্তার করে বর্তমানে ছত্রিশগড়ের রাইপুর কর্মরত ওই বিএসএফ কর্তাকে।

২০১৮ সালে কেরালা থেকে বিএসএফ কমান্ডেন্ট জীবু ম্যাথুকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি সতীশ কুমার এর আগে মালদা, মুর্শিদাবাদের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। অভিযোগ ছিল, সে সময় তিনিও এনামুল হকের সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশে গরু পাচারের মদ ত দিতেন। তার সঙ্গে থাকা প্রায় ১০ কোটি টাকা নগদ সহ সেসময় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তিনি। তখন এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে দুজনাই জামিন পেয়ে যান।

এবার আবার সেই গরু পাচার তদন্তে নেমেছে সিবিআই। কয়েকদিন আগেই দিল্লি থেকে এনামুলকে গ্রেপ্তার করে সিবিআই। কিন্তু তিনি সাম য়িক জামিন পেয়ে যান। পরে তার করোনা ধরা পড়ে। এখন ১৪ দিনের জন্য তিনি বাড়িতেই নজর বন্দি রয়েছেন। এই অবস্থায় সতীশ কুমারকে তলব করে সিবিআই। এদিন সকাল থেকে তাকে জেরা শুরু হয়। কিন্তু তিনি প্রায় কোন প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন না বলে অভিযোগ তদন্তকারীদের। এর পরেই তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিবিআই।

মাস দুয়েক আগেই সতীশ কুমারের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায় সিবিআই। সল্টলেকের বাড়ি সিল করা হয়। দিল্লিতে এবং ছত্রিশগড়েও তার নামে বেনামে বহু সম্পত্তি ছিল বলে অভিযোগ তদন্তকারীদের।