এক নজরে

মাল গাড়িতে লুকিয়ে এদেশে ঢোকার সময় ধৃত দুই বাংলাদেশি

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: একজন ঘাপটি মেরে বসে ছিল বাংলাদেশ থেকে আসা ফাঁকা মালগারির ওয়াগণের মধ্যে। আর অন্যজন লুকিয়ে ছিল সেই মাল গাড়ির দুই চাকার মধ্যবর্তী জায়গায়। এভাবেই যশোর থেকে মঙ্গলবার দুপুরে বনগাঁর পেট্রাপোল সীমান্তের জিরো লাইনে আসা মালগাড়ি থেকে দুজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ।এদের একজন যশোরের বাসিন্দা ৮০ বছর বয়স। অন্যজন বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা তার বয়স প্রায় চল্লিশ বছর।

যশোরের বাসিন্দা বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে, তার স্ত্রী এবং ছেলে বর্ধমানে থাকেন। অন্য দুই ছেলে থাকেন বাংলাদেশ। পেশায় ভিক্ষাবৃত্তি করা এই বৃদ্ধ মাল গাড়িতে ওঠার জন্য পাচারকারীদের ২০০ টাকা দিয়েছিলেন বলে দাবি তার।

আবার নারাযণগঞ্জের বাসিন্দার কথা শুনে অবশ্য চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে কলকাতার রাস্তায় রিক্সা চালান। এরইমধ্যে বেশ কয়েকবার কলকাতা এবং আজমির যাতায়াত করেছেন। ভারতে থাকার সময় কিছুদিন আগে তিনি দিল্লিতে ধরা পড়েন। দিল্লি পুলিশ তাকে বাংলাদেশ পুশ ব্যাক করেছিল। কর্মসংস্থানের জন্য ফের চোরাই পথে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।

এই দুজনকেই ওই দিন বিকেলে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের সময় বাংলাদেশ সরকারের হাতে পরবর্তী পদক্ষেপের জন্য তুলে দিয়েছে বিএসএফ।