কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) কোনো পশু থেকে নয়। উহানের একটি পরীক্ষাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। এমন সন্দেহ প্রথম থেকেই ছিল। সম্প্রতি উহানের এক গবেষণা কর্মীর ভাষ্য থেকে থেকে সেই সন্দেহ আরো বেড়েছে।

কিন্তু এবার শুধু কোভিড-১৯ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। নতুন এক ব্যাক্টেরিয়ায় সংক্রামিত হয়েছেন উত্তর পূর্ব চিনের কয়েক হাজার মানুষ। একটি বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকেই ওই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, এখনো পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছেন। ব্রুসেলা ব্যাক্টেরিয়ার সংক্রমনেই ছড়িয়েছে ব্রুসেলিয়াসিস নামে ওই অসুখ। জুলাই এবং আগস্ট মাসেই ওই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ।

Share.
Leave A Reply

Exit mobile version