এক নজরে

Uttarakhand Election: বিজেপিতে যোগ দিলেন প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই

By admin

January 19, 2022

কলকাতা ব্যুরো: সব জল্পনা উড়িয়ে বুধবারই বিজেপিতে যোগ দিলেন প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই কর্ণেল বিজয় রাওয়াত। তিনি আজ দিল্লির ৬ দিনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর কার্য্যালয়ে বিজেপিতে যোগ দেন। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন কর্নেল বিজয় রাওয়াত। ভোটের আগে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ভাইয়ের গেরুয়া শিবিরে সামিল হওয়া রাজনৈতিক ময়দানে আলাদা মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বিজেপিতে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে কর্ণেল বিজয় রাওয়াত বলেছেন, আমি বিজেপিতে যোগ দেওয়ার এই সুযোগ পেয়ে আমি ধন্য। আমার বাবাও অবসর প্রাপ্তির পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন আমিও সেই সুযোগ পেলাম। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা ও দৃষ্টিকোণ অনেক উন্নত এবং ভবিষ্যতধর্মী।

বিপিন রাওয়াতের ভাই বিজয় রাওয়াতও সেনায় যুক্ত ছিলেন। পরে কর্নেল পদে থাকাকালীন তিনি অবসর নেন। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে আগেই গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। এদিন সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বিজয় রাওয়াত। উল্লেখ্য, উত্তরাখণ্ডের পাউরি গারওয়ালের বাসিন্দা রাওয়াত পরিবার।

প্রসঙ্গত, এদিনই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার যোগী আদিত্যনাথের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেবেন যাদব পরিবারের ছোট ছেলে প্রতীকের স্ত্রী। লায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব পদ্ম ব্রিগেডে যোগ দেওয়ার কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই যোগদানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল।