এক নজরে

বড়মার কাছে পুজো দিলে কেউ নাকি খালি হাতে ফেরে না

By admin

November 13, 2020

কলকাতা ব্যুরো : উত্তর ২৪ পরগনার বিখ্যাত কালীপূজা গুলির মধ্যে সবথেকে বড় পূজা হলো নৈহাটির বড় মায়ের পুজো। এবছর তা শতবর্ষে পদার্পণ করবে। প্রত্যেক বছর এই পুজোয় দেশের বিভিন্ন রাজ্য থেকে এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাকালীর ভক্ত এখানে পুজো দিতে আসেন। লোকমুখে কথিত আছে বড় মায়ের কাছে পুজো দিলে নাকি খালি হাতে কেউ ফেরেন না। লক্ষ্য মানুষ সামনে দাঁড়িয়ে পূজা অঞ্জলি দেন। প্রত্যেক বছরের মতো এ বছরও অর্থাৎ ১৪ ফুট উচ্চতা বিশিষ্ট বড় মায়ের মূর্তি নির্মাণ করছেন মৃৎশিল্পীরা।

তবে এবছরটা অন্যরকম। সবকিছু পাল্টে দিয়েছে অতিমারি। সেজন্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নিয়ম এবছর প্রথম থেকেই মানতে হবে। বড় মায়ের পুজোর ব্যবস্থা খতিয়ে দেখতে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা এসেছিলেন। অন্যান্য পুলিশ আধিকারিকরা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এদিকে রাজ্যে কালীপুজো নিয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে মনোজ ভার্মা সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এবছর কোনরকম বাজি পোড়ানো যাবেনা। সকলকেই বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে বড়মার পুজো উপলক্ষে নৈহাটির অরবিন্দ রোড নিয়ন্ত্রণের ব্যবস্থা পুলিশ করবে।