এক নজরে

Booster Dose of Covid 19: দেশজুড়ে শুরু বুস্টার ডোজ অভিযান

By admin

January 10, 2022

কলকাতা ব্যুরো: সোমবার থেকে দেশজুড়ে শুরু হল কোভিড ১৯-এর বিরুদ্ধে নয়া লড়াই ৷ কোভিড টিকার আগাম সতর্কতামূলক ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ষাটোর্ধ্বদের ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, ১.০৫ কোটি স্বাস্থ্যকর্মী, ১.০৯ কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ষাট বছরের ঊর্ধ্বে ২.৭৫ কোটি মানুষ প্রথমে এই বুস্টার ডোজ নেবেন ৷ ষাটোর্ধ্ব যাঁদের কো-মর্বিডিটিজ রয়েছে, অর্থাৎ যে প্রবীণ নাগরিকরা ডায়বিটিস, হাইপারটেনশন ও অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত, তাঁদের ডাক্তারের পরামর্শ নিয়ে তৃতীয় ডোজ নিতে বলা হয়েছে।

তবে এই ডোজ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার কোনও প্রয়োজন নেই ৷ যোগ্য ব্যক্তিরা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে প্রিকশনারি ডোজ নিতে পারবেন ৷ কোভিডের দ্বিতীয় টিকা ও বুস্টার ডোজের মধ্যে অন্তত ৯ মাসের তফাৎ থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে যে টিকা নিয়েছেন, তৃতীয় ডোজেও তাঁদের সেই টিকাই দেওয়া হবে ৷ যেমন যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে কোভ্যাকসিনের ডোজ পেয়েছেন, তাঁরা তৃতীয় ডোজেও কোভ্যাকসিনই পাবেন এবং যাঁরা প্রথম দুটি ডোজ কোভিশিল্ডের নিয়েছেন, তাঁরা পাবেন কোভিশিল্ডের তৃতীয় ডোজ ৷ টিকা মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে না ৷ টিকাপ্রাপ্তদের কো-উইন অ্যাকাউন্ট অনুযায়ীই তৃতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক।

সোমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে মেয়র ক্লিনিকে শুরু হলো ভ্যাক্সিনেশন বুস্টার ডোজ। সকাল থেকেই বুস্টার ডোজ নিতে মেয়র ক্লিনিকে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা ভিড় জমাচ্ছেন।

ওমিক্রন আতঙ্ক দেশে মাথাচাড়া দেওয়ার পর গত মাসে বুস্টার অর্থাৎ প্রিকশনারি ডোজ অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ব্রিটেনের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত হলে ৮৮ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া থেকে সুরক্ষা দিতে পারে কোভিডের তৃতীয় টিকা ৷