এক নজরে

এলপিজি বুকিং, ব্যাংক পরিষেবা ও ট্রেনের সময়সূচী পয়লা নভেম্বর থেকে পরিবর্তন হবে

By admin

November 01, 2020

কলকাতা ব্যুরো : আজ থেকে দেশজুড়ে একাধিক নতুন নিয়ম চালু হতে চলেছে যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনে। গ্যাস সিলিন্ডার বুকিং, ব্যাংক পরিষেবা এবং রেলের নতুন সময়সূচির ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে আজ থেকে। এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলাতে চলেছে আজ থেকে। গ্যাস বুকিং এর পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সিলিন্ডার ডেলিভারির জন্য গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে। সিষ্টেম কোড মিললে তবেই গ্রাহকরা সিলিন্ডার নিতে পারবেন।

আজ থেকে বদল হতে চলেছে ট্রেনের টাইম টেবিল। ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের টাইমটেবিল বদল আনতে চলেছে। প্রথমে পয়লা অক্টোবর থেকে টাইমটেবিল বদলানোর কথা ছিল। তবে এবার পয়লা নভেম্বর থেকে সেই বদল করা হবে। এর জন্য ১৩০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭০০০ মালগাড়ির সময় বদলানো হবে। ত্রিশটি রাজধানী ট্রেনের সময় ও বদল করা হবে।

পয়লা নভেম্বর থেকে প্রত্যেক বুধবার ছাড়া চন্ডিগড় থেকে নয়াদিল্লির মধ্যে চলবে তেজাস এক্সপ্রেস। নয়াদিল্লি চন্ডিগড় তেজস এক্সপ্রেস দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেক সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার ৯.৪০ মিনিটে ছাড়বে এবং চন্ডিগড় প্রথমে দুপুর ১২ টা ৪০ মিনিটে। অন্যদিকে ২ টো ৩৫ মিনিটে চন্ডিগড় থেকে চন্ডিগড় নয়াদিল্লি তেজাস এক্সপ্রেস ছাড়বে এবং দিল্লি পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়।

পয়লা নভেম্বর থেকে বিওবি গ্রাহকদের টাকা জমা ও তোলার জন্য চার্জ দিতে হবে। বিওবি এই নিয়ম চালু করতে চলেছে। আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে চার্জ দিতে হবে। সার্ভিস একাউন্টে ৩ বার পর্যন্ত টাকা জমা দেওয়া ফ্রী। কিন্তু চতুর্থবার টাকা জমা দিতে গেলে ৪৯ টাকা দিতে হবে। জনধন একাউন্ট হোল্ডার দের জন্য অবশ্য ছাড় রয়েছে। টাকা জমা দেওয়ার জন্য কোন চার্জ তাদের দিতে হবে না।