কলকাতা ব্যুরো: এনআইএ তদন্ত ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজির ঘটনা ঘটলো বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই বোমাবাজির ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপাড়ায়।
অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা যায়, যখন বোমা মারা হয়, তখন সেখানে পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ছিল। এতকিছুর পরও কীভাবে বোমা মেরে পালাল দুষ্কৃতীরা? তা নিয়ে প্রশ্ন উঠছে। এনআইএ তদন্তের নির্দেশের পরও ফের বোমাবাজির ঘটনায় ক্ষুব্ধ সাংসদ পুত্র পবন কুমার সিং।
উল্লেখ্য, সোমবারই বিজেপির সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত ৮ সেপ্টেম্বর যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, তার ভিত্তিতেই এই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ জানিয়েছিলেন, এনআইএ তদন্ত হলেই এই ঘটনার পিছনে আসল কে দায়ী উঠে আসবে।