কলকাতা ব্যুরো: বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরনে উড়ে গেল দাতব্য চিকিৎসালয়। মঙ্গলবার রাতে হেতমপুর এলাকায় ওই বিস্ফোরমে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, লক ডাউনের সময় থেকে বন্ধই ছিল ওই দাতব্য চিকিৎসালয়টি।
বিস্ফোরণে উড়ে যায় কেন্দ্রটির একতলা। জানালা, দরজা- সব ভেঙে যায়। কিভাবে বিস্ফোরণটি ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। প্রায়শই তা উঠে আসে সংবাদেও। কিন্তু বন্ধ দাতব্য চিকিৎসালয়ের মধ্যে কিভাবে বিস্ফোরণটি ঘটলো সেটাই প্রশ্ন। জানা গিয়েছে, তার চাবি থাকতো স্থানীয় কিছু মানুষের জিম্মাতেই। ওই কেন্দ্রে রান্নার কিছু সরঞ্জাম মজুত ছিল বলে জানা গিয়েছে। তবে গ্যাস সিলিন্ডার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সেখানে বোমা মজুত করা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কয়েকমাস বাদেই রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, অস্ত্র উদ্ধারের ঘটনাগুলোকে হাতিয়ার করছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন দুয়েক আগেই বলেছিলেন, বাংলার গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। শাহর সেই বক্তব্যের সমালোচনা করে তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পাল্টা বিলীন, রাজ্য সম্পর্কে তথ্য ওনার কাছে আছে। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে নেই।

Share.
Leave A Reply

Exit mobile version