এক নজরে

ভারতের ভিভিআইপিদের জন্য এসে গেল মিসাইল প্রুফ বিমান

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: মার্কিন প্রেসিডেন্টের এ -ওয়ান বিমানের ধাঁচে তৈরি ভারতের ভিভিআইপিদের জন্য এসে গেল মিসাইল প্রুফ বিমান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির ব্যবহারের জন্য তৈরি হয়েছে এই বিমান। এর জন্য আমেরিকার সঙ্গে ১ হাজার ৩৩০ কোটি টাকার চুক্তি করেছিলো ভারত।

বোয়িং ৭৭৭ মডেলের ওই বিমানে থাকবে ৩০০ সিট। ভিভিআইপিরা ছাড়াও অফিসার এবং সাংবাদিকদের কাজের জন্যও থাকবে অফিস। মাঝ আকাশে থাকবে জ্বালানি ভরার ব্যবস্থা। ৯ হাজার ৭০০ থেকে ১৪ হাজারের বেশি কিলোমিটার এক নাগাড়ে উড়তে পারবে ওই বিমান। এসপিএস এবং এলইআইআরওএম প্রযুক্তির মাধ্যমে মিসাইল হানাও ঠেকিয়ে দিতে পারবে ওই বিমান। তার নাম হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ভারতীয় বায়ু সেনার দক্ষ অফিসাররা।