এক নজরে

Uttarakhand: উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ

By admin

October 23, 2021

কলকাতা ব্যুরো: উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন লখমা পাস থেকে আরও দু’জনের দেহ উদ্ধার হল। এদের মধ্যে কলকাতার বাসিন্দা রিচার্ড মণ্ডল (৩০)-এর দেহও রয়েছে। উদ্ধার হওয়া অপর দেহটি উপেন্দ্র সিং (৩২) নামে স্থানীয় বাসিন্দার বলে জানা গিয়েছে।

দেহগুলিকে প্রথমে সাঙ্গলা নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। তারপর তা নিয়ে যাওয়া হবে উত্তর কাশীতে। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় লখমা পাসে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের৷ ফলে মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে উদ্ধারকাজ ৷

উত্তরকাশীর জেলাশাসক ময়ূর দিক্ষীত জানিয়েছেন, প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে লখমা পাসের কাছে মোট ১১ জন পর্বতারোহী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের মধ্যে ৫ জনের মৃতদেহ শুক্রবারই উদ্ধার হয়েছিল৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ শনিবার উদ্ধার হল আরও দু’জনের দেহ ৷ এখনও নিখোঁজ রয়েছেন আরও দু’জন ৷

আইটিবিপি’র জওয়ানরা ছাড়াও এই উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷