কলকাতা ব্যুরো: যাদবপুরের সমাজগড় এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বিধি মণ্ডল নামে এক উঠতি মডেলের ঝুলন্ত দেহ। তার বাড়ি জয়নগরে হলেও জাদাবপুরেই থাকতেন তিনি। সম্প্রতি একটি বিমান সংস্থায় বিমান সেবিকার কাজও পেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আপাতত তিনি কাজে যোগ দিতে পারছিলেন না। সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।